বগুড়ায় স্ত্রী’র হাতে স্বামী খুন: আটক ১

বগুড়া সংবাদদাতাঃ

বগুড়ার গাবতলীতে জাকির হোসেন বিপু (৩৫) নামের এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাঁতে উপজেলার নাড়ায়ামালা ইউনিয়নের বাহাদুরপুর উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ীর খাটের নিচে মেঝে খুঁড়ে অর্ধ গলিত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করায় বিপুর স্ত্রী বানু আকতারকে (২৮) আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, বগুড়া শহরের খান্দার কসাইপাড়া গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে জাকির হোসেন বিপুর সাথে প্রায় ১০বছর আগে প্রেম করে বিয়ে হয় বগুড়ার গাবতলী উপজেলার নাড়ায়ামালা ইউনিয়নের বাহাদুরপুর উত্তরপাড়া গ্রামের সমসের আলী ফকিরের মেয়ে বানু বেগমের (২৪)।

বিয়ের পর বগুড়ার বিভিন্ন স্থানে ভাড়া বাসায় বসবাস করছিল। এরপর গত ৪বছর আগে বাহাদুরপুর গ্রামে ৩শতক জায়গা কিনে বাড়ী করে বসবাস শুরু করে জাকির। সংসার জীবনে দু’টি কন্যা সন্তান জন্ম নেয় তাদের সংসারে। প্রথম কন্যা জ্যোতির বয়স (৮) এবং ২য় কন্যা জবা’র বয়স ২৩মাস। বিয়ের কিছুদিন পর থেকেই কারণে-অকারণে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরই একপর্যায়ে গত ২৭সেপ্টেম্বর বুধবার রাঁতে বানু বেগম কৌশলে জাকিরকে ঘুমের ওষুধ খাইয়ে গলায় গামছা বেঁধে মাথায় আঘাত ও শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এরপর তাঁর লাশ গুম করতে ঘরের খাটের নিচে মেঝেতে গর্ত করে পুতে রাখে। পরে লাশ থেকে দুগন্ধ ছড়াতে শুরু করলে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়। গত শুক্রবার রাঁতে ঘটনাস্থলে পুলিশ পৌছে খাটের নিচে মাটিতে পুতে রাখা জাকিরের লাশটি উদ্ধার করে।

গাবতলী থানার ওসি খায়রুল বাশার জানান, এ ঘটনায় পুলিশ সন্দেহমূলকভাবে তাঁর স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে পুলিমের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করায় শনিবার সকালে বিপুর স্ত্রী বানু আকতারকে (২৮) গ্রেফতার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে বানু আকতার পুলিশকে জানিয়েছে, নির্যাতন থেকে বাঁচতে ও প্রতিশোধ নিতে স্বামীকে হত্যার পর লাশ ঘরের মেঝেতে পুঁতে রেখেছেন। বিপু মাদক সেবন ও বিক্রি করতো। এসব নিষেধ করলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো বলে তিনি পুলিশকে জানান।

এ ঘটনায় নিহত জাকিরের মা জাকিয়া বেওয়া বাদী হয়ে ৫জনকে অভিযুক্ত করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। শনিবার লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ।

স/অ