বগি লাইনচ্যুত, সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার গাবতলী উপজেলায় ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সান্তাহার-লালমনিরহাট রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে গাবতলী স্টেশনের আগে এ ঘটনা ঘটে।

গাবতলী রেলওয়ে স্টেশনমাস্টার সাজেদুর রহমান সাজু জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি গাবতলী স্টেশনে আসে। এ সময় ট্রেনটি ইঞ্জিনসহ ১নং লাইনে প্রবেশ করলেও পেছনের বগিটি ২নং লাইনে ঢুকে যায়, এতে বিকট শব্দে বগিটি লাইনচ্যুত হয়।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ট্রেনটি গাবতলী স্টেশনে আধা ঘণ্টা অপেক্ষার পর লাইনচ্যুত বগিটি রেখে সান্তাহারের উদ্দেশে চলে যায়।

বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার বেঞ্জুরুল ইসলাম জানান, বগি লাইনচ্যুত্যের কারণে রেললাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। তা মেরামত করতে সময় লাগবে। মেরামতের পরই ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।