ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শনে রাসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক:
মহানগরীর মেহেরচন্ডি পূর্ব বুধপাড়া এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভার পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ মঙ্গলবার সকালে ফ্লাইওভারের নির্মাণ কাজ দেখতে যান তিনি।

এ সময় নির্মাণকাজের গুণগত মান ও অগ্রগতির সার্বিক খোঁজখবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ দেন মেয়র।

উল্লেখ্য, ‘রাজশাহী মহানগরীর রাজশাহী-নওগাঁ হতে মোহনপুর রাজশাহী-নাটোর সড়ক পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় রেলওয়ে ক্রসিং এর উপর র‌্যামসহ ফ্লাইওভার নির্মাণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। ২০২ দশমিক ৫০ মিটারের ফ্লাইওভার এবং ১২০ মিটার দৈর্ঘ্য এর র‌্যাম নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ২৮ লাখ ৭৭ হাজার ৫৩২ টাকা।
স/অ