নওগাঁয় বছরে ৩০১ কমিউনিটি ক্লিনিকে ২৪ লাখ রোগির চিকিৎসাসেবা গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: গ্রামীণ জনগোষ্ঠীর বিশেষ করে নিন্মবিত্ত ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসাসেবা গ্রহনের কেন্দ্রবিন্দু এখন কমিউনিটি ক্লিনিকগুলো। একদম হাতের কাছে এসব চিকিৎসা সেবার সুযোগ পেয়ে তাঁরা অত্যন্ত খুশি।
বর্তমান সরকারের উদ্যোগ এসব কমিউনিটি ক্লিনিক চালু হওয়ায় গ্রামাঞ্চলের মানুষের চিকিৎিসা সেবা নিশ্চিত হয়েছে। মানুষের মৌলিক চাহিদার অন্যতম চিকিৎসা সেবা পাওয়া। আর তা পুরনের দায়িত্ব সরকারের। সেদিক থেকে বর্তমান সরকার মানুষের সেই মৌলিক চাহিদা পুরন করে চরম দায়িত্ব্শীলতার পরিচয় দিয়েছে।
নওগাঁ’র সিভিল সার্জন ডা. মোঃ মোমিনুল হক বলেন, দিন দিন এসব ক্লিনিকে গ্রামীন মানুষের চিকিৎসা সেবা গ্রহিতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারা চিকিৎসা সেবা প্রাপ্তির সাথে সাথে বিনামুল্যে ওষুধ পাচ্ছেন।
তিনি জানান বিগত ২০১৮-২০১৯ আর্থিক বছরে নওগাঁ জেলার ৩০১টি কমিউনিটি ক্লিনিকে মোট ২৪ লাখ ৫ হাজার ২৬৮ জন রোগি তাঁদের  চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
এদের মধ্যে ১০ লাখ ১৫ হাজার ৮২৮ জন পুরুষ, ১২ লক্ষ ৪১ হোজার ৫৯৮ জন মহিলা এবং ১ লাখ ৪৭ হাজার ৮৪২ জন শিশু।
উপজেলা ভিত্তিক কমিউনিটি ক্লিনিক এবং এসব ক্লিনিকে চিকিৎসা সেবা গ্রহিতাদের সংখ্য হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৩১টি কমিউনিটি ক্লিনিকে ৯৭ হাজার ৬৭৮ জন পুরুষ, ১ লাখ ২৯ হাজার ৯২৪ জন মহিলা ও ১৭ হাজার ৯৬৪ জন শিশুসহ সর্বমোট ২ লাখ ৪৫ হাজার ৫৬৬ জন।
আত্রাই উপজেলায় ২৬টি কমিউনিটি ক্লিনিকে ৬৮ হাজার ৯৩২ জন পুরুষ, ৮২ হাজার ৯৫০ জন মহিলা ও ১৩ হাজার ৭১০ জন শিশুসহ মোট ১ লাখ ৬৫ হাজার ৫৯২ জন।
বদলগাছি উপজেলায় ২৬টি কমিউনিটি ক্লিনিকে ৭৩ হাজার ৬৭২ জন পুরুষ, ১ লাখ ৩২ হাজার ২৮ জন মহিলা ও ১১ হাজার ১১৮ জন শিশুসহ মোট ২ লাখ ১৬ হ্জাার ৭১৮ জন।
ধামইরহাট উপজেলায় ২১টি কমিউনিটি ক্লিনিকে ৬৪ হাজার ২২০ পুরুষ, ৭২ হাজার ৬৪০ জন মহিলা ও ৭ হাজার ৮০০ জন শিশুসহ সর্বমোট ১ লাখ ৪৪ হাজার ৬৬০ জন।
মান্দা উপজেলায় ৪৮টি কমিউনিটি ক্লিনিকে ১ লাখ ৮৭ হাজার ৮৬২ জন পুরুষ, ২ লাখ ১৫ হাজার ৯১৬ জন মহিলা ও ২৫ হাজার ৬২৮ জন শিশুসহ মোট ৪ লাখ ২৯ হাজার ৪০৬ জন।
মহাদেবপুর উপজেলায় ৩৬টি কমিউনিটি ক্লিনিকে ১ লাখ ৭৯ হাজার ৭১৬ জন পুরুষ, ২ লাখ ১৫ হাজার ৯১৬ জন মহিলা ও ২৬ হাজার ৫৯০ জন শিশুসহ মোট ৪ লাখ ২২ হাজার ২২২ জন।
নিয়ামতপুর উপজেলায় ৩০টি কমিউনিটি ক্লিনিকে ৫৪ হাজার র৭শ ৫৪ জন পুরুষ, ৫৬ হাজার ৫শ ৫৮ জন মহিলা ও ৬ হাজার ২ জন শিশুসহ মোট ১ লাখ ১৭ হাজার ৩শ ১৪ জন।
পত্নীতলা উপজেলায় ৩১টি কমিউনিটি ক্লিনিকে ১ লাখ ১৫ হাজার ৮শ জন পুরুষ, ১ লাখ ৪২ হাজার ৭শ ৯২ জন মহিলা ও ১৯ হাজার ১শ ২ জন শিশুসহ মোট ২ লাখ ৭৭ হাজার ৬শ ৯৪ জন।
পোরশা উপজেলায় ১২টি ক্লিনিকে ৫০ হাজার ৪শ ৪০ জন পুরুষ, ৫২ হাজার ৬শ ২০ জন মহিলা ও ৫ হাজার জন শিশুসহ সর্বমোট ১ লাখ ৮ হাজার ৬০ জন।
রানীনগর উপজেলায় ২৩টি কমিউনিটি ক্লিনিকে ৬৬ হাজার ৩শ ৭২ জন পুরুষ, ৮২ হাজার ৩৪ জন মহিলা ও ৯ হাজার ৮৮ জন শিশুসহ মোট ১ লাখ ৫৭ হাজার ৪শ ৯৪ জন।
সাপাহার উপজেলায় ১৭টি কমিউনিটি ক্লিনিকে ৫৬ হাজার ৪০২ জন পুরুষ, ৫৮ হাজার ২২০ জন মহিলা ও ৫ হাজার ৮৪০ জন শিশুসহ সর্বমোট ১ লাখ ২০ হাজার ৪৬২ জন।
স/শা