বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর ২০১৬ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ফ্লপ নির্মাতা জাহিদ হাসান!

Paris
ডিসেম্বর ২২, ২০১৬ ১০:২৮ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

জাহিদ হাসান একজন পরিচালক। তার ঝুলিতে প্রচুর হিট সিনেমা থাকার পরেও সম্প্রতি একটা ফ্লপ ছবির ঘানি টানতে হচ্ছে তাকে। চারদিকে বিতর্ক আর ঠাট্টার ঝড়। এসব এড়িয়ে নিজের মতো করে ক’টা দিন কাটাতে তিনি ওঠেন ইন্দোনেশিয়ার এক বিচ রিসোর্টে।

এক রাতে তার হোটেল রুমের দরজায় কড়া নাড়ে কেউ। জাহিদ হাসান দরজা খুলে দেখেন, এক মাতাল বাংলাদেশি তরুণী দাঁড়িয়ে আছেন! গল্পের সেই অপ্রত্যাশিত বাঁক বদল দর্শককে চমকে দেবে, এটা নিশ্চিত বলেই মনে করছেন জাহিদ হাসান।

 
আর এমন গল্পে সাজানো বিশেষ একটি টেলিফিল্মের মাধ্যমে এটিএন বাংলায় শুরু হচ্ছে সাপ্তাহিক টেলিফিল্ম। আজ (২২ ডিসেম্বর) থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, রাত ১০টা ৫৫ মিনিটে প্রচার হবে একটি করে টেলিফিল্ম। এমনটাই নিশ্চিত করেন চ্যানেল কর্তৃপক্ষ।

 
এ সপ্তাহের টেলিফিল্ম হিসাবে আজ প্রচার হবে ‘ফেরারী’। এটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক। এতে জাহিদ হাসান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ফারহানা মিলি, সমাপ্তি মাসুদ, নাজিরা আহমেদ মৌ, সুস্মিতা প্রমুখ।

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - বিনোদন