ফ্রান্স থেকে ৮০টি রাফাল বিমান কিনল আরব আমিরাত (ভিডিওসহ)

সংযুক্ত আরব আমিরাত ফ্রান্সের কাছ থেকে ৮০টি রাফাল বিমান কিনেছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক। আর এই বড় লেনদেনের  মাধ্যমে ফ্রান্সের সাথে সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক ভালো হবে বলে ধারণা করা হচ্ছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ  উপসাগরীয় দেশগুলোতে দুদিন ভ্রমণের উদ্দেশ্যে শুক্রবার যাত্রা শুরু করেছেন। কাতার ও সৌদি আরবেও তার সফরের কথা রয়েছে।

এদিকে ফ্রান্সের কাছ থেকে গ্রীস ২৪টি  রাফাল যুদ্ধবিমান ক্রয় করেছে। ১৮টির মধ্যে ৬টি  নতুন বিমান, আর বাকি ১২টি ফরাসি বিমান বিমানবাহিনীর ব্যবহৃত অর্থাৎ সেকেন্ড হ্যান্ড।

চুক্তি অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব রাফাল যুদ্ধবিমান সরবরাহ করা হবে। জুলাই ২০২১ থেকে বছরের শেষ পর্যন্ত ছয়টি সেকেন্ড-হ্যান্ড, ২০২২ সালে পরের ছয়টি একেবারে নতুন এবং ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে আরমি ডি এল’এয়ারের ব্যবহৃত শেষ ছয়টি।

রাফাল যুদ্ধ বিমানের পাইলট হিসেবে ফরাসি বিমান বাহিনীর প্রশিক্ষিতি পাইলটরা যোগদান করবে সেই সাথে ৫০ জন টেকনিশিয়ান ডাসাল্টের এভিয়েশন কনভার্সন ট্রেনিং সেন্টারে যোগদান করবে।

 

সুত্রঃ কালের কণ্ঠ