ফোর সাবজেক্টসহ দ্বিতীয় পত্র না থাকায় কমেছে পাস ও জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক:

ফোর সাবজেক্ট (চতুর্থ বিষয়) বাংলা-ইংরেজি দ্বিতীয় পত্র না থাকায় পাস ও জিপিএ-৫ কমেছে। এবছর জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে গত কয়েক বছরের তুলনায় কমেছে পাস ও জিপিএ-৫। দুই পত্র নয়, বেশি প্রভাব পড়েছে ‘ফোর সাবজেক্টের’ এর জন্য।

তবে পাস ও জিপিএ-৫ কমলেও অন্য বোর্ডের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বলে জানায়। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনারুল হক প্রামাণিক।

তিনি বলেন, বিগত বছরগুলোতে জেএসসি পরীক্ষা ৮০ নম্বরের হয়। এবছর আইসিটির ৫০ মিলে সাড়ে ৬০ নম্বরের পরীক্ষায় হয়েছে। এর মধ্যে নেই ফোর সাবজেক্ট (অতিরিক্ত বিষয়) কৃষি ও গার্হস্থ্য অর্থনীতি বিষয়। এছাড়া নেই বাংলা-ইংরেজি দ্বিতীয় পত্র। এর ফলে কিছুটা নম্বর কমেছে।

বিগত বছরের সমিকরণে দেখা গেছে, এবছর পাসের হার ৯৪ দশমিক ৫৭ শতাংশ, যা গতবার ছিলো ৯৫ দশমিক ৫৪ শতাংশ। গতবারের তুলনায় এবছর এ পরীক্ষায় পাসের হার কমেছে শূন্য দশমিক ৯৭ শতাংশ। এছাড়া গতবার বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৩৭ হাজার ৬৩৩ জন শিক্ষার্থী। এবছর এ সংখ্যা ১৪ হাজার ৬৩৮ জন।

গত চারবছরের পরিসংখ্যানে দেখা গেছে, এবছর জেএসসি পরীক্ষায় পাসের হার কমেছে। ২০১৪ সালে পাসের হার ছিলো ৯৫ দশমিক ৩২, ২০১৫ সালে ৯৭ দশমিক ৪৭, ২০১৬ সালে ৯৭ দশমিক ৬৮, ২০১৭ সালে ৯৫ দশমিক ৫৪।

অন্যদিকে এই বোর্ডটিতে গত পাঁচ বছরের তুলনায় এবছর কমেছে জিপিএ-৫। ২০১৩ সালে ২০ হাজার ৫২৩ জন, ২০১৪ সালে ২৩ হাজার ৬০৬ জন, ২০১৫ সালে ৩৫ হাজার ৮৩ জন, ২০১৬ সালে ৪০ হাজার ৪৭১ জন, ২০১৭ সালে ৩৭ হাজার ৬৩৩ জন।

উল্লেখ্য, রাজশাহী শিক্ষা বোর্ডে এবার জেএসসি পরীক্ষায় ২ লাখ ৪৬ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৮২১ এবং ছেলে ১ লাখ ২১ হাজার ১৭২ জন।

 

স/আ