ফোন আর গরম হবে না! জেনে নিন এই ফোনের সমস্ত ফিচার

সিল্কসিটিনিউজ ডেস্ক: খুব শীঘ্রই দেশের বাজারে আসতে চলেছে ‘আসুস জেনফোন এআর’। বহুদিন ধরেই জল্পনা চলছিল যে, কবে দেশের বাজারে আসবে আসুস-এর এই ফোনটি। অবশেষে আগামী ১৩ জুলাই ফোনটি দেশের বাজারে মুক্তি পাবে। বিভিন্ন সংবাদমাধ্যমকে এই নতুন ফোন লঞ্চের জন্য বিজ্ঞপ্তি পাঠিয়েছে আসুস।

আসুসের এই ফোনটিতে গুগলের ডেড্রিম এবং ট্যাংগো প্ল্যাটফর্ম সাপোর্ট করে। ফোনটির ক্যামেরাতে এমন ধরনের সেনসর রয়েছে, যার ফলে মোশন পিকচার তোলা সম্ভব।
বহুক্ষণ ধরে ব্যবহার করলে ফোনগুলি খুব গরম হয়ে যায়। এই ফোনটিতে রয়েছে কুলিং সিস্টেম, যার ফলে ফোনটি গরম হবে না সহজে।

এ ছাড়া, কী কী ফিচার রয়েছে ‘আসুস জেনফোন এআর’-এ জেনে নিন—

• ৫.৭০ ইঞ্চি ডিসপ্লে স্ক্রিন।
• কোয়াড-কোর প্রসেসর
• ৮ জিবি র‌্যাম
• ২৫৬ জিবি বিল্ট-ইন স্টোরেজ
• ২৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
• রেজলিউশন ১৪৪০x২৫৬০ পিক্সেল
• অ্যানড্রয়েড ৭.০
• ব্যাটারি— 3300mAh