ফেসবুকের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন ফ্রান্সেস হাউগেন

চলতি মাসের শেষের দিকে নিজের কাছে থাকা প্রামাণিক তথ্য যুক্তরাজ্যের সংসদে উপস্থাপন করবেন ফ্রান্সেস হাউগেন। সম্প্রতি ফেসবুকের এই হুইসেলব্লোয়ার (তথ্য ফাঁসকারী) অভিযোগ করেছেন, বিশ্বের সবচেয়ে বড় যোগাযোগ মাধ্যম ফেসবুক তার ব্যবহারকারীদের নিরাপত্তার চেয়ে মুনাফা বৃদ্ধিতে বেশি আগ্রাধিকার দিয়ে থাকে।

ফেসবুকের সাবেক কর্মচারী হাউগেনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ২৫ অক্টোবর তিনি অনলাইন নিরাপত্তা বিল কমিটির সামনে হাজির হবেন। এই কমিটি ব্যবহারকারীদের, বিশেষ করে শিশুদের সুরক্ষার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর দায় নিয়ে একটি আইন পাস করানোর ব্যাপারে পরিকল্পনা করছে।

ফ্রান্সেস হাউগেন অভিযোগ করেছেন, ফেসবুক শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে এবং সমাজে বিভাজন সৃষ্টিতে ইন্ধন জোগায়। যদিও এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে ফেসবুক। এর আগে গত সপ্তাহে মার্কিন সিনেট কমিটিকে প্রমাণ দিতে গিয়ে ফ্রান্সেস বলেন, ‘নিজেদের প্ল্যাটফর্মকে ব্যবহারকারীদের জন্য নিরাপদ করার ক্ষেত্রে ফেসবুক এমন কোনো পরিবর্তন করতে চায় না, যা তাদের লভ্যাংশে ক্ষতি বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

 

সূত্রঃ কালের কণ্ঠ