ফের ক্রিকেটে ফিরছেন সাইফউদ্দিন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গত বছর ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকে ইনজুরির কারণে বহুদিন যাবৎ জাতীয় দলের বাইরে ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। নয় বছর আগে পাওয়া চোট আবার ফিরে আসায় ইংল্যান্ড বিশ্বকাপের পর ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেললেও এরপর আর খেলেননি। তবে দীর্ঘ পুনর্বাসনের পর ফের ক্রিকেটে ফিরছেন এই টাইগার অলরাউন্ডার।

জানা গেছে, নিয়মিত কোমরের ফ্যাসেল জয়েন্টের পেইন ইনজুরির সর্বশেষ স্ক্যান রিপোর্ট সাইফউদ্দিনের ফেরার ব্যাপারে আশা দেখাচ্ছে।

এ ব্যাপারে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, গত বুধবার করানো স্ক্যানের রিপোর্ট ভালো হওয়ায় সাইফউদ্দিন এখন থেকে ওয়ার্ক লোড নিতে পারবেন। ধীরে ধীরে ব্যাটিং-বোলিং শুরু করবেন তিনি।

আরো জানা গেছে, ভারত সিরিজের পর ছুটিতে থাকা জাতীয় দলের দক্ষিণ আফ্রিকান ফিজিও জুলিয়ান ক্যালেফাতো বাংলাদেশে আসবেন আজ শুক্রবার। আর তার অধীনে সাইফউদ্দিনের শেষ ধাপের পুনর্বাসন শুরু হবে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকেই সাইফউদ্দিনের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। তার জন্যই এবারের বিপিএল দর্শক সারিতে তাকে বসে থাকতে হয়েছে।