বুধবার , ২১ আগস্ট ২০১৯ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ফের কাশ্মীরে গুলিবর্ষণ পাকিস্তান সেনার

Paris
আগস্ট ২১, ২০১৯ ৮:১১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নতুন করে গুলির লড়াইয়ে উতপ্ত কাশ্মীর৷ গুলি চালাল পাকিস্তান সেনা৷ বুধবার বিকেল নাগাদ আচমকাই গুলি চালায় পাক রেঞ্জার্স৷ জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দারবেনি সেক্টরে৷

পাক রেঞ্জার্স গুলি চালানোর সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর দেয় ভারতীয় সেনা৷ সংবাদসংস্থা এএনআই জানায় প্রথম সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানই৷ শনিবার ভারতীয় সেনার প্রত্যাঘাতে গুঁড়িয়ে গিয়েছিল পাক সেনার একাধিক ছাউনি৷

মঙ্গলবারও সকাল ১১টা নাগাদ পুঞ্চের কৃষ্ণা ঘাঁটি লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে পাক সেনা৷ এর প্রত্যুত্তর দেয় ভারতীয় সেনা৷ রবিবার সন্ধ্যা থেকে জম্মু কাশ্মীরের রাজৌরি, সুন্দরবনি সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাক সেনা৷ অভিযোগ, কোনও প্ররোচনা ছাড়াই এলওসি’র এপারে হেভি শেলিং করতে শুরু করে পাকিস্তান৷ পালটা কড়া ভাষায় জবাব দিতে থাকে ভারতও৷ দুপক্ষের গোলাগুলিতে ব্যাপক উত্তেজনা ছড়ায় সীমান্তে।

শনিবার সকালে এক ভারতীয় জওয়ান শহিদ হন। এরপরই পাক সেনা ঘাঁটি লক্ষ্য করে জবাব দিতে শুরু করে সেনাবাহিনী। এদিন প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফট্যানেন্ট কর্নেল দেবেন্দর আনন্দ জানান, পাক সেনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীতে হতাহতের সংখ্যাও কম নয় বলে জানান তিনি। এদিন সকালে নৌসেরা সেক্টরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তান। আর তার জবাবেই এই আক্রমণ করে ভারতীয় সেনা।

সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, কাশ্মীরের রাজৌরি সেক্টরের ঠিক উল্টোদিকে পাকিস্তানের একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ভারতীয় সেনা। ভারতীয় সেনার প্রত্যাঘাতে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় পাক সেনা ঘাঁটি। পাশাপাশি প্রবল ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। তবে সেই ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার ছবি প্রকাশ্যে আসে৷ সূত্র: কলকাতা 24

সর্বশেষ - আন্তর্জাতিক