মঙ্গলবার , ২৭ ডিসেম্বর ২০১৬ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ফেইসবুকে গ্রুপ ভিডিও কলের কৌশল

Paris
ডিসেম্বর ২৭, ২০১৬ ৬:১৭ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক :

ফেইসবুকে গ্রুপ অডিও কলিং ফিচার চালু থাকলেও একত্রে একাধিক বন্ধুদের সাথে ভিডিও চ্যাট করা যেতো না। ব্যবহারকারীদের কথা ভেবে সম্প্রতি গ্রুপ ভিডিও কলিং ফিচার উন্মুক্ত করেছে ফেইসবুক। টেকশহর ডটকমে সংবাদটি প্রকাশিত হওয়ার পরে অনেক পাঠক আমাদের কাছে জানতে চেয়েছিলো কিভাবে গ্রুপ ভিডিও কলিং করা যায়। পূর্বে গ্রুপ অডিও কল করার টিউটোরিয়াল প্রকাশিত হয়েছিলো।

কিভাবে ফেইসবুকে গ্রুপ ভিডিও কল করতে হবে তা এই টিউটোরিয়ালে তুলে ধরা হলো।

গ্রুপ ভিডিও কলিং ফিচারটি ব্যবহারের জন্য প্রথমেই ফোনে থাকা ফেইসবুক ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে। তারপর ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি চালু করতে হবে।

তারপর নিউ ম্যাসেজ অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে যে বন্ধুদের সঙ্গে গ্রুপ ভিডিও কল করতে হবে তাদের যুক্ত করতে হবে।

গ্রুপ ম্যাসেঞ্জিংয়ে সবাইকে যুক্ত করার পরে চাইলে এ গ্রুপের একটা নামও দেয়া যায়।

এরপর গ্রুপ ম্যাসেঞ্জারের ট্যাবটির উপরে ডান পাশে ভয়েস কলিং আইকনে পাশেই ভিডিও কল করার আইকন দেখা যাবে। এতে ক্লিক করলেই যাদেরকে গ্রুপে যুক্ত করা হয়েছে সবার কাছে ভিডিও কল চলে যাবে।

যে সকল বন্ধুরা কল ধরবে তারা ভিডিও কলিও যুক্ত হচ্ছে। এভাবে একত্রে ৬ জন বন্ধু একত্রে ভিডিও কল করতে পারবেন।

সূত্র :  টেকশহর

সর্বশেষ - বিজ্ঞান ও প্রযুক্তি