ফেইসবুককে নিরাপত্তা বাড়াতে বললো জাপান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মার্কিন প্রতিষ্ঠান ফেইসবুককে গ্রাহকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে নিরাপত্তা বাড়াতে বলেছে জাপান।

চলতি বছরে ফেইসবুক থেকে প্রায় ১০ কোটি ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেওয়া, অ্যাকাউন্ট হ্যাক করার মতো ঘটনায় আরও সতর্ক হতে বলেছে জাপান সরকার।

সোমবার ফেইসবুকের প্রতি এমন কথা উচ্চারণ করে জাপান বলেছে, ফেইসবুকের উচিত হবে তার গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিতে নজরদারি আরও বাড়ানো। গ্রাহকের তথ্য বা অ্যাকাউন্ট যাতে কোনভাবেই হুমকীর সম্মুখীন না হয় সেটি নিশ্চিত করা ফেইসবুকের দায়িত্ব।

বিশ্বব্যাপী যখন ফেইসবুকের অন্তত তিন কোটি গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাকের শিকার হয়েছে তার ঠিক পরপরই জাপান সরকার এমন অনুরোধ করেছে মাধ্যমটির কাছে। এর আগে ক্যামব্রিজ অ্যানালিটাকার ঘটনায় আট কোটি ৭০ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য বেহাত হয় ফেইসবুকের কাছ থেকে।

জাপানের পারসোনাল ইনফরমেশন প্রোটেকশন কমিশন ক্যামব্রিজি অ্যানালিটিকার ঘটনায় ব্রিটেনের কর্তৃপক্ষের সঙ্গে তদন্তের কাজও করেছে। এবার তারই একটি বিবৃতিস্বরূপ ফেইসবুকের কাছে এমন অনুরোধ করেছে জাপান।
তবে জাপান সরকারের পক্ষ থেকে এমন অনুরোধ করা হলেও কোন প্রশাসনিক, জরিমানা বা আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

ফেইসবুক অবশ্য বরাবরই বলছে, তারা গ্রাহকের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

ক্যামব্রিজ অ্যানালিটিকার ঘটনায় জাপানের অন্তত এক লাখ গ্রাহকের তথ্য বেহাত হয়েছে বলে জাপান সরকার দাবি করেছে।

বিষয়টি নিয়ে অবশ্য ফেইসবুকের মুখপাত্র কোন ধরনের মন্তব্য করতে রাজি হয়নি।

রয়টার্স অবলম্বনে