ফুটবলেও মাতালেন মাশরাফি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বৃষ্টিতে মাঠ একেবারে কর্দমাক্ত। এই মাঠেই একঝাঁক তরুণ মেতে উঠেছে ফুটবল খেলায়।

তুমুল উত্তেজনা। ম্যাচের পুরোটা সময়জুড়ে পাল্টাপাল্টি আক্রমণ। খেলতে নামা খেলোয়াড়দের সমস্ত শরীর কাদায় মাখামাখি। অবস্থা এমন যে কাউকে চেনাই যায় না।

খেলার উত্তেজনা দ্বিগুণ করে দিয়েছেন একজন। তাঁর নাম মাশরাফি বিন মর্তুজা। মাঠে এসেছেন, খেলেছেন, আক্রমণ শানিয়েছেন। ক্রিকেটার মাশরাফি আজ কিছুটা সময়ের জন্য ফুটবলার বনে গিয়েছিলেন।

ঈদের ছুটি কাটাতে নড়াইল এক্সপ্রেস এখন নিজের গ্রামের বাড়িতে। ঘরে বসে থাকার লোক তিনি নন। তাই ছুটে গেছেন মাঠে।

আজ সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের নব গঠিত ফুটবল দলের সঙ্গে নড়াইলের সিনিয়র ফুটবল একাদশ অংশ নেয়। সিনিয়র দলের নেতৃত্ব দেন মাশরাফি নিজে। আর ফাউন্ডেশনের নেতৃত্ব দেন আকাশ নামের স্থানীয় এক ফুটবলার। প্রচুর দর্শক খেলাটি উপভোগ করেন।

মাশরাফি নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মাশরাফি বেশ কয়েকবার মাঝ মাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে প্রতিপক্ষের সীমানায় আক্রমণ করেছেন। তাঁর পায়ে বল গেলেই অগণিত ভক্ত-সমর্থক চিৎকার করেছেন। উৎসাহ দিয়েছেন। ম্যাচে জয় নিয়ে ফিরেছেন মাশরাফি। তাঁর দল সিনিয়র একাদশ ২-১ গোলে ফাউন্ডেশন একাদশকে হারিয়েছে।