ফিলিস্তিনের ঐতিহ্যবাহী পোশাকে কংগ্রেসওম্যান রাশিদার শপথগ্রহণ

যুক্তরাষ্ট্রের মিশিগানা অঙ্গরাজ্যের প্রতিনিধি হিসেবে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী পোশাক পরে শপথ নিয়েছেন কংগ্রেসওম্যান রাশিদা তালিব। গতকাল সোমবার (৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার সদস্য হিসিবে শপথ নেন ফিলিস্তিনি বংশোদ্ভূত এ নারী।

শপথ গ্রহণের পর ইনস্টাগ্রাম নিজের ছবি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম কংগ্রেস ওম্যান লিখেন, ‘দ্বিতীয় বারের মতো আমি যুক্তরাষ্ট্রের কংগ্রেস প্রতিনিধি হিসেবে শপথ গ্রহণ করেছি।’

হাউস অব রিপ্রিজেন্টেটিভের প্রথম ফিলিস্তিনি মুসলিম নারী হিসেবে তিনি আরো লিখেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভায় প্রথম নির্বাচিত মুসলিম নারী প্রতিনিধিদের একজন আমি। আমিই প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত মুসলিম নারী। প্রতিবারই শপথ গ্রহণের অনুষ্ঠানে আমি ফিলিস্তিনের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করি গর্ববোধ করি।’

তিন বছর আগে ২০১৮ সালের ৩ জানুয়ারি শপথ গ্রহণকালে রাশিদা তালিব ফিলিস্তিনের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করেন। তখন তা ফিলিস্তিনসহ আরব নারীদের ব্যাপক সাড়া ফেলে।

 

সুত্রঃ কালের কণ্ঠ