ট্রাম্পকে গ্রেপ্তারে ‘রেড নোটিশ’ জারি করতে ইন্টারপোলে অনুরোধ ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের কাছে ‘রেড নোটিশ’ জারি করার অনুরোধ করেছে ইরান। শুধু ট্রাম্পই নয়, আরো ৪৭ জন মার্কিন কর্মকর্তাকে গ্রেপ্তারে ‘রেড নোটিশ’ জারি করতে ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে দেশটি।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইরানি বিচার বিভাগের মুখপাত্র গোলামহোসেন ইসমাইলি জানান, সোলাইমানি হত্যায় জড়িত ট্রাম্পসহ ৪৮ মার্কিন কর্মকর্তাকে গ্রেপ্তার করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে ইরান। ইসমাইলি বলেন, এই অপরাধের আদেশদাতা এবং বাস্তবায়নকারীদের ধরে সাজা দিতে বদ্ধপরিকর ইসলামিক প্রজাতন্ত্র ইরান।

২০২০ সালের ৩ জানুয়ারি ট্রাম্পের নির্দেশে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের বিপ্লবী ইসলামী রেভল্যুশনারি গার্ড কর্পস বা কুদ্সের বৈদেশিক অপারেশন বাহিনীর নেতৃত্বদানকারী জেনারেল কাশেম সোলাইমানি। হত্যার পর জাতিসংঘের বিশেষ দূত অ্যাগনেস ক্যালামার্ড ওই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের বিরোধী বলে মন্তব্য করেন।

 

সুত্রঃ কালের কণ্ঠ