ফিরে এসো বনলতা

আপেল মাহমুদ অপু

ফিরে এসো বনলতা,
এখনো ভোরে শীতলা মৃদুগামী
হাওয়া বয়,
শুধু তোমার জন্য,
এখনো প্রকৃতিরঞ্জন এতো স্নিগ্ধকর
শোভা দেয়,
শুধু তোমার জন্য,
এখনো পাখিরা কলকাকলি করে
অস্হির চিত্তরসে।
শুধু তোমার জন্য,
এখনো প্রভাতের সূর্যটা মিটিমিটি
হেসে পূর্বগগণে কিরণ দেয়,
শুধু তোমার জন্য,
এখনো বাগিচার ফুলগুলি মনোরম
হাসিতে দোলে,
শুধু তোমার জন্য,
এখনো বলাকারা সারিবেঁধে উড়ে
যায় মুক্তগগণে,
শুধু তোমার জন্য,
এখনও নদীতে পালতোলা নৌকা চলে
শুধু তোমার জন্য,
এখনও শিউলীতলা ভরে থাকে
সাদাসাদা ঝরাফুলে
শুধু তোমার জন্য,
এখনও নিশির সঙ্গি হতে দৃঢ় মনোবল নিয়ে
চাঁদ হাসে রূপালি আলোয়,
শুধু তোমার জন্য,
এখনও বাউলেরা একতারা হাতে
হেঁটে বেড়ায় আর লালনগীতি গায়
শুধু তোমার জন্য,
এখনও গোধুলীর আকাশটা রঙ্গিন
আলোয় উদ্ভাসিত হয়,
শুধু তোমার জন্য,
এখনও বটতলে বছরের প্রথমদিনে
বৈশাখিমেলা হয়,
শুধু তোমার জন্য,
এখনও রাখালের কণ্ঠে ধ্বনিত হয়
মোহনীয়া সুর
শুধু তোমার জন্য,
তুমি না থাকলে কাঁদবে পৃথিবী
দিনেও রাতে বৃষ্টির রূপে,
শ্রাবণের বারিধারা চলবে সারাটা বছর,
আমিতো ঋতুরাজ বসন্ত চাই,
তুমি চলে এসো,
আবারও ফুটবে ফুল,পাখিরা গাইবে গান,
নদী ছুটে যাবে তার আপন খেয়ালে
আঁকাবাকা অজানা গ্রামের কোলঘেসে,
এবার বলো কি করবে তুমি
এই অপুরূপ পৃথিবীকে কাঁদাবে,
না হাসাবে????
ফিরে এসো বনলতা।

 

উৎসর্গঃ কবি জীবনানন্দ দাস এবং নাটোরের বনলতা সেন