ফিরমিনোর ৫০ লিভারপুলের ১৩

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারাতেই রয়েছে লিভারপুল।

শনিবার (৩১ আগস্ট) বার্নালির বিপক্ষে লিগে টানা চতুর্থ জয় তুলে নিয়েছেন অলরেডরা। আর প্রিমিয়ার লিগে এটি ছিল রেকর্ড টানা ১৩তম জয় লিভারপুলের।

শুধু জয়ই নয় রবের্তো ফিরমিনো স্পর্শ করেছেন এক মাইলফলক।

প্রথম ব্রাজিলিয়ান হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে ৫০ গোলের রেকর্ড স্পর্শ করলেন তিনি।

দলের জয়ের দিনে বেশ উজ্জ্বল ছিলেন ফিরমিনো। শনিবার টার্ফ মুরে একটি গোল করেছেন তিনি। তার এসিস্টেই আরেকটি গোল করেছেন।

খেলার শুরুতে বেশ চাপে পড়ে লিভারপুল। বার্নলির শানিত আক্রমণে কিছুটা কুপকাত হতে দেখা গেছে মোহামেদ সালাহর দলকে।

তবে ৩৩ মিনিটে এক আত্মঘাতী গোলে ম্যাচ লিভারপুলের দিকে ঘুরে যায়। ট্রেন্ট আলেক্সজান্ডার আরনল্ডের ক্রস প্রতিপক্ষের খেলোয়াড় ক্রিস উডের গায়ে লেগে বার্নলির জালে ঢুকে পড়ে।

এ ঘটনায় কিছুক্ষণের জন্য খেলা থেকে মনসংযোগ হারিয়ে ফেলে বার্নলি। সুযোগ কাজে লাগান ফিরমিনো।

আত্মঘাতী গোলটির মাত্র ৪ মিনিট পরেই সেনেগাল ফরোয়ার্ডকে বল পাস দেন ফিরমিনো।

সদ্ব্যবহার করেন সাদিও মানে। ব্যবধান দ্বিগুণ করে প্রথমার্ধে ২-০ তে এগিয়ে যান ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

২ গোলে পিছিয়ে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে নেমেও নিজেদের মেলে ধরতে পারেনি বার্নলি।

গোল শোধ করতে লিভারপুলের গোলবারেও উল্লেখ করার মতো কোনো শট দিতে পারেনি তারা।

উল্টো খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে আরেকটি গোল হজম করতে হয় তাদের। কাউন্টার অ্যাটাক থেকে প্রথম শটে লিভারপুলে ৫০তম লিগ গোল করেন ফিরমিনো।

প্রথম ব্রাজিলিয়ান হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অর্ধশত গোলের রেকর্ড স্পর্শ করেন তিনি।

তার এই গোলের পর আর কোনো গোল হয়নি শেষ অবধি। ৩-০ গোলে স্বাগতিকদের হারায় লিভারপুল।

এই জয়ে মৌসুমের প্রথম চার ম্যাচের সব জিতে আবার শীর্ষে ফিরে এলো লিভারপুল। অলরেডদের পেছনেই রয়েছে ম্যানসিটি।