ফিরজের ছাদবাগান ভরেছে হরেক রঙের ফুল-ফলে

মিনহাজুল ইসলাম:


কবি বলেছেন, ফুলের মেলা সারা বেলা, আমার ভালো লাগে। ইচ্ছে করে সারা বেলা, থাকি ফুলের সাথে। রাজশাহীর উপশহর এলাকার ফিরোজ খানের (৬০) ছাদ বাগানে শোভা পাচ্ছে লাল, নীল, হলুদ, সাদা রঙের নানান রকম ফুল। এনিয়ে ভীষণ আনন্দিত শৈখিন এ ফুল বাগানের মালিক ফিরোজ খান।


ফিরোজ খান পেশায় লন্ড্রিকারী। সেই সাথে বাড়ী সংলগ্ন কিছু দোকান রয়েছে তার। সেগুলো থেকে প্রাপ্ত ভাড়ায় সংসার চলে তার। স্ত্রী এবং এক মেয়ে সন্তান নিয়ে তিন সদস্যের পরিবার তার। অবসরে ফুল বাগানের পরিচর্যা করাই দিনকাটে তার।

সরেজমিনে দেখা গেছে, ছাদবাগানে কয়েক রকম পিটুনিয়া, কয়েক রকম ডালিয়া, সিলভার, স্টার, এডোনিয়াম, কয়েক রকম গাঁদা, গোলাপসহ নানা প্রজাতির ফুল। প্রতিদিন এসব ফুল দেখতে আসেন আশেপাশের প্রতিবেশীরা। কথা বলে জানা গেঝছ, ১৫ বছর ধরে প্রতিবছর ছাদবাগানে অসংখ্য ফুল থাকে তার। এসব ফুল গাছে যত্ন করেই প্রশান্তি অনুভব করেন তিনি।



ফিরোজ খান বলেন, ছোট বেলা থেকেই ফুল অনেক ভালবাসি আমি। আমার বাবা কৃষি অফিসে চাকরি করতেন। বাবা বাসায় অনেক গাছ লাগাতেন। সেই থেকে ফুল গাছ লাগানোটা আমার নেশা হয়ে যায়। নিজের হাতে বাগান করি আমি, নিজের করা বাগান যখন ফুলে ফুলে ভরে যায় তখন আমার বেশ লাগে, শান্তি লাগে।

ফিরোজ খানের শখের বাগানে আরো রয়েছে- চন্দ্রমল্লিকা, ক্যাকটাস, স্ট্রোবেরী, চার ধরনের টমেটো, বরই গাছ সহ নানা ফুল ও ফলের গাছ রয়েছে।
ফুল বাগান দেখতে আসা প্রতিবেশী শরীফা খানম জানান, ছোট এই ছাদ বাগানে এত ফুল দেখে অনেক ভালো লাগে। প্রায় এই ফুল বাগান দেখতে আসি এবং ফুলের সম্পর্কে অনেক কিছু জানি।
স/আ