ফিনল্যান্ডে বিএনপির ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আব্দুল্লাহ ইকবাল,হেলসিংকি থেকে:

ফিনল্যান্ড এর হেলসিংকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত শুক্রবার(৭ সেপ্টেম্বর) বিপুল সংখ্যক জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের উপস্থিতিতে দিবসটি পালন করা হয়েছে।

হেলসিংকিতে ফিনল্যান্ড বিএনপি কার্যালয়ে বিএনপি‘র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে  আলোচনা সভায় ফিনল্যান্ড বিএনপি সভাপতি কামরুল হাসান জনির সভাপতিত্বে সাধারণ সম্পাদক জুলফিকার আশরাফ সাগর এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ফিনল্যান্ড বিএনপি প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী , উপদেষ্টা:আশরাফ(বাচচু),জহির উদ্দীন, সহসভাপতি এনামুল হক সিপু, মহিউদ্দীন আহামমেদ মানিক,জহিরুর ইসলাম নজরুল, জাহাগীর আলম, ইমাম হোসেন পাবেল, আবদুর রশীদ, আনিসুর রহমান,মইনউদদীন আহামমেদ,সহ সাধারণ সমপাদক, আসলাম ফকির লিটন, এনাজুল হক, শামীম বেপারী, আরিফুল ইসলামসহ সাংগঠনিক, হামিদুল ইসলাম, আরিফুল ইসলাম, পিনকু ইসলাম,তুহিন খান,মাহী ঢালী,সীমানত,রাফাত ঢালী,সাফাত ঢালী,রানা রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম দেশ আজ পরাধীনতার শৃংখলে বন্দী। এ থেকে উত্তোরনের জন্য দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী সকলকে একযোগে কাজ করার আহবান জানান বক্তারা।

পরিশেষে বেগম খালেদা জিয়ার সুস্থাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়।

স/শ