ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে রাশিয়া: রিপোর্ট

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

করে দিতে পারে রাশিয়া। বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে প্রেসিডেন্ট সাউলি নিনিসটো ও প্রধানমন্ত্রী সানা মারিন,বলেছেন, ‘ফিনল্যান্ডকে দেরি না করে ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করতে হবে। আগামী কয়েক দিনের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করছি।’

এর প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিনল্যান্ডের এই পদক্ষেপের ফলে মস্কোকে ‘সামরিক-প্রযুক্তিগত ও অন্যান্য প্রতিশোধমূলক পদক্ষেপ’ নিতে বাধ্য করা হবে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, রাশিয়া শুক্রবার থেকেই ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে বলে ফিনল্যান্ডের রাজনীতিবিদদের সতর্ক করা হয়েছে। আর রাশিয়া যদি গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে ফিনল্যান্ডের শিল্প প্রতিষ্ঠান ও খাদ্য সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হবে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন