ফিজকে ডমিঙ্গোর পরামর্শ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মোস্তাফিজের ফর্ম ওঠা-নামা করলেও তা নিয়ে চিন্তিত নন রাসেল ডমিঙ্গো। বাংলাদেশের প্রধান কোচ গতকাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দলে ফিরতে হলে কী কী করতে হবে বাঁহাতি পেসারকে। ওয়ানডে বা টি-টোয়েন্টিতে এখনো ডমিঙ্গোর প্রথম পছন্দ মোস্তাফিজ। তবে টেস্ট খেলতে হলে তাকে কিছু কাজ করতে হবে বলে জানিয়েছেন টাইগারদের হেড কোচ।

গত বছর পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। মোস্তাফিজ সুযোগ পেয়েছেন একটি টেস্টে। ওয়েলিংটনে ১৪ ওভার বোলিং করে ৫.২৮ ইকোনমিতে ৭৪ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন বাঁহাতি এ পেসার। গতকাল শেষ হওয়া বিসিএলের অষ্টম আসরের প্রথম রাউন্ডেও বিবর্ণ মোস্তাফিজ। ওয়ালটন মধ্যাঞ্চলের পেসার ২৫ ওভারে ১০৬ রান দিলেও কোনো উইকেট পাননি। লঙ্গার ভার্সনে ভালো করতে হলে কাটার মাস্টারকে বোলিংয়ের টেকনিক্যাল বিষয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন ডমিঙ্গো।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ বলেছেন, ‘সাদা বলের ক্রিকেটে সে এখন কিছুটা চাপে আছে। তবে আমি মনে করি স্কিল ও অভিজ্ঞতার বিবেচনায় সে এখনো আমাদের দলের সেরা বোলার। আমি বিশ^াস করি, সে সাদা বলের ক্রিকেটে ঘুরে দাঁড়াবে।’ সাদা বলের ক্রিকেটে অবিচ্ছেদ্য অংশ ছিলেন মোস্তাফিজ। সেই পরিস্থিতি এখন বদলাতে শুরু করেছে।