ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি দক্ষ ও গুরুত্বপুর্ন বাহিনী: কাজী আশরাফ

নিজস্ব প্রতিবেদক:
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি দক্ষ ও গুরুত্বপুর্ন বাহিনী। এটি জীবন রক্ষাকারী বাহিনী। মানুষের জীবন যখন বিপন্ন বা তারা যখন নিজেদের জানমাল ফেলে জীবন বাঁচাতে পালিয়ে যান তখন ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের জীবন বিপন্ন করে জনগনের জানমাল রক্ষা করতে এগিয়ে যায়।

 

বুধবার ফায়ার সপ্তাহ উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের আয়োজিত মহড়া, আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন (যুগ্ম সচিব) এসব কথা বলেন।

sam_5492

তিনি বলেন, এই বাহিনী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দ্বায়িত্ব পালন করে এবং তারা সব সময় মানুষের সেবার জন্য তৈরি থাকে।

 

ফায়ার সার্ভিস সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্যদেন সদর দফতরের সহকারী পরিচালক আহসানুল কবির। মহড়া পরিচালনা করেন সিনিয়র স্টেশন অফিসার শরীফুল ইসলাম। প্যারেড কমান্ডার ছিলেন স্টাফ অফিসার মো: হুমায়ন।

 

এ সময় উপস্থিত ছিলেন, সদর দফতরের ফোরম্যান আখতারুজ্জামান, ওয়ার হাউজ ইন্সপেক্টর আব্দুর রউফ, এনায়েত, শহিদুল ইসলাম ও মেহফুজ তানজিল, স্টেশন অফিসার ওমর ফারুকসহ স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনা করেন ওয়ার হাউজ ইন্সপেক্টর মো: ফারুক।
স/শ