ফাইভজি ফোন হবে ওয়ানপ্লাস ৭

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাসের পরবর্তী ফোন হবে ওয়ানপ্লাস সিক্সটি। ফোনটি বাজারে আসবে নভেম্বরে।

এরপরেই আসবে ওয়ানপ্লাস সেভেন। এটিই হবে ওয়ানপ্লাসের প্রথম ফাইভজি ফোন। ফোনটি উন্মোচন করা হতে পারে ২০১৯ সালের ১৫ জানুয়ারি।

ইতোমধ্যেই অপ্পো ও ওয়ানপ্লাসের প্যারেন্ট কোম্পানি বিবিকে তাদের অপ্পো আর১৫ ফোনে ফাইভজি স্পিড পরীক্ষা করেছে।

এর আগে গত জুনে অনুষ্ঠিত সাংহাইয়ের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে ওয়ানপ্লাসের সিইও পিট লাউ আগামী বছরে ফাইভজি স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছিলেন। এ লক্ষ্যে তাদের কোম্পানি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের টেলিকম অপারেটর টি মোবাইল, ভেরিজন, এটিঅ্যান্ডটি মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলো সঙ্গে ফাইভজি নিয়ে কাজ শুরু করেছে।

দেশটিতে ২০২১ সালের আগেই ফাইভজি নেটওয়ার্ক তৈরির কাজ শেষ হবে।

গ্যাজেটস নাউ অবলম্বনে