‘ফাইনালে খেলবে পাকিস্তান’

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা বলেছেন, অস্ট্রিলিয়া খুবই বিপজ্জনক দল। ওদের হাতে শক্তিশালী লাইনআপ রয়েছে এবং ওরা যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারে।

টুইট বার্তায় ক্যারিবীয় কিংবদন্তি আরও বলেন, পাকিস্তান ব্যাটিং ও বোলিংয়ে দুর্দান্ত। অজিদের আটকে রেখে ফাইনালে যাওয়ার ক্ষমতা রয়েছে তাদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে পাকিস্তানই একমাত্র দল যারা গ্রুপপর্বে টানা পাঁচ ম্যাচে জিতে সেমিফাইনালে উঠেছে। সুপার টুয়েলভে তারা হারিয়ে দিয়েছে ভারত, নিউজিল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড ও নমিবিয়াকে।

অন্যদিকে অস্ট্রেলিয়া সুপার টুয়েলভের ৫ ম্যাচের মধ্যে ৪টিতে জয় তুলে নিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে হারলেও অজিরা পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও শ্রীলংকাকে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করছে পাকিস্তান।  অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে আজ জয় পেলেই রোববার নিউজিল্যান্ডকে ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে বাবর আজমরা।

সূত্র:যুগান্তর