‘ফাইটার রাজশাহী’র হয়ে ফাইনালে মাঠে নামা হচ্ছে না সৌম্য সরকারের

May be an image of 11 people and people standing

নিজস্ব প্রতিবেদক:

‘ফাইটার রাজশাহী’ ক্লাবের হয়ে রাঙাপরী বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে নামা হচ্ছে না বাংলাদেশ জাতীয় দলের অল-রাউন্ডার সৌম্য সরকারের। আজ মঙ্গলবার বিষয়টি সি্ল্কসিটি নিউজকে নিশ্চিত করেছেন ‘ফাইটার রাজশাহী’ ক্লাব কতৃপক্ষ।

‘ফাইটার রাজশাহী’ ক্লাব কতৃপক্ষ জানান, আগামী ১১ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট। এতে জাতীয় দলের হয়ে একাদশে ডাক পাওয়ায় রাঙাপরী বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে  ‘ফাইটার রাজশাহী’ ক্লাবের খেলতে পারছেন না তিনি। তাবে আগামীতে ‘ফাইটার রাজশাহী’ ক্লাবের হয়ে তিনি টুর্নামেন্ট খেলতে চান বলে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছে কতৃপক্ষ।

এদিকে, জাতীয় দলের হয়ে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টে ডাক পাওয়ায় সৌম্য সরকারকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন ‘ফাইটার রাজশাহী’ ক্লাবের সভাপতি এবং চেয়ারম্যান মো. তৌরিদ-আল-মাসুদ রনিসহ অন্যান্যরা।

এর আগে, গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী নগরীর দড়িখরবোনা এলাকায় রিথিন এন্টারপ্রাইজের কার্যালয়ে ‘ফাইটার রাজশাহী’ ক্লাবের খেলোয়াড় সৌম্য সরকারের জার্সি উন্মোচন করা হয়। জার্সি উন্মোচন করেন- ‘ফাইটার রাজশাহী’ ক্লাবের সভাপতি এবং চেয়ারম্যান মো. তৌরিদ-আল-মাসুদ রনি।

পরে শনিবার (৬ ফেব্রুয়ারি) শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে রাঙাপরী বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের রোড টু ফাইনাল ম্যাচে কুমারপাড়া রাইডারকে ১০ উইকেটে পরাজিত করে ১ম দল হিসেবে ফাইনালে উঠে ফাইটার রাজশাহী।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ফাইটার রাজশাহী অধিনায়ক ফরহাদ রেজা। কুমারপাড়া রাইডার ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০২ রান করে। দলের পক্ষে রাফসান মাহমুদ সর্বোচ্চ ৩০ রান করেন। ফাইটার রাজশাহী ফরহাদ রেজা ১৪ রানে ৩ ও জাকারিয় ইসলাম ১১ রানে এবং বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় সৌম্য সরকার ২৬ রানে ২টি করে উইকেট লাভ করেন। ১০৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৪.৪ ওভারে ১০৪ রান করে খেলা শেষ করে ফাইটার রাজশাহী ।

আগামী শুক্রবার (১২ ফেব্রুয়ারী) রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে বেলা সাড়ে ১১টায় “ফাইটার রাজশাহী ” বনাম ” কুমাড়পারা রাইডার্স” এর মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে সেই ম্যাচে থাকা হচ্ছে না  জাতীয় দলের খেলোয়াড় সৌম্য সরকারের।

May be an image of 6 people, including Ta Masud Rony, people standing and indoor

উল্লেখ্য, রাজশাহী ডিভিশনাল ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের আয়োজনে রাজশাহী রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় রাঙাপরী বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে এবার ৬টি দল অংশ নিয়েছে। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে, কুমারপাড়া রাইডার্স, ফাইটার রাজশাহী, শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ, মা অটো ব্রিকস, বাংলা ট্রাক ক্রিকেট একাডেমী ও এমএস এ্যাভেঞ্জারস। এই ছয়টি টিমের ৮৪ জন ক্রিকেটার অংশগ্রহণ করছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ২৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেনেন্ট জাতীয় দলের খেলোয়াড় ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম, সাব্বির হোসেন রুম্মান, সাঞ্জামুল ইসলাম, সাকলাইন সজিব, সৌম্য সরকার, ইমরুল কায়েস প্রমুখ খেলছেন।

স/অ