প্রেম দেবী।। মুকতার আলী

প্রেম দেবী,
মনে বড় সাধ ছিল
পূজো দেব তোমায়।

দিতে পারিনি,
কারন তোমার পদ
স্পর্শ করার যোগ্য ফূল
আমি খুঁজে পাইনি।

আমি বহুবার ভেবেছি
তোমাকে ভালোবাশি বলব,
বলতে পারিনি,
কারন তোমার রুপ
প্রকাশের যোগ্য শব্দ
আমি খুঁজে পাইনি।

যতবার চেষ্টা করেছি
ভুলে থাকতে তোমায়
ব্যার্থ হয়েছি ততবারই,
কারন সুর্য্যের আলো ছাড়া
চাঁদ জ্যোস্না হীন।
বাঁচার জন্য তুমি ছাড়া
কোন সুর্য্য আমি খুঁজে পাইনি।

তাই ছেড়ে দিলাম
মিছে চেষ্টার পথ,
শুধু ছাড়তে পারলামনা
অনন্ত গহীনে
তোমায় পাবার আশা
সীমাহীন অন্ধ কারের মাঝে।

আর করবোনা প্রেম নিবেদন,
নেই কোন আবেদন,
শুধু অধিকার চাই
দু’ নয়ন ভরে দেখার,
শক্তি দাও প্রেমদেবী
হৃদয়ের রক্তক্ষরনের স্রোতে
তোমার হয়ে বাঁচিবার।।