প্রীতি ম্যাচে পেরুর কাছে ব্রাজিলের হার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

লস এঞ্জেলসে আন্তর্জাতিক এক প্রীতি ম্যাচে বুধবার সকালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে পেরু।

ম্যাচজুড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষের দিকে পেরুর জয় নিশ্চিত করা গোলটি করেন লউস আব্রাহাম।

একই দিনে আরেক প্রীতি ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে মাঠে নামে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। তবে ব্রাজিল ব্যর্থ হলেও আর্জেন্টিনা দুর্দান্ত জয় তুলে নেয়।

পেরুর বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। লস এঞ্জেলসে শুরু থেকেই দুর্দান্ত ছিল ব্রাজিল-পেরু।

আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াইয়ে বল দখলেও সমানে সমান ছিল দুই দল। গোলের দেখা না পেয়ে বিরতির পর নেইমার, ক্যাসেমিরো, ফিলিপ কৌতিনহোদের মাঠে নামান ব্রাজিল কোচ তিতে। কিন্তু তাতেও লাভ হলো না। বড় তারকারা পেরুর হাত থেকে বাঁচাতে পারেননি ব্রাজিলকে। উল্টো ৮৫তম মিনিটে আব্রাহামের করা গোলে হেরে যায় ব্রাজিল।

এর আগে দিনের প্রথম ম্যাচে মেক্সিকোকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন লাওতারো মার্টিনেজ। বাকি গোলটি করেন লিয়ান্দ্রো পারেদেস।

আর্জেন্টাইনদের দলে ছিলেন না লিওনেল মেসি-সার্জিও আগুয়েরোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। তারকা ফরোয়ার্ডদের অনুপস্থিতিতে জ্বলে উঠেন লাওতারো মার্টিনেজ। আর্জেন্টিনার ২২ বছর বয়সী এ ফরোয়ার্ড করলেন তাঁর প্রথম হ্যাটট্রিক।