প্রিয়াঙ্কা গান্ধী কেন গেস্ট হাউসের মেঝে ঝাড়ু দিচ্ছেন?

প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের প্রতিবাদে কংগ্রেসের কর্মীরা কেন্দ্রের বাইরে জমায়েত হয়ে পুলিশের বিরুদ্ধে শারীরিক শক্তি প্রয়োগের অভিযোগ করেছেন।

চারজন কৃষককে হত্যার প্রতিবাদে গত রবিবার দলীয় নেতাদের সঙ্গে নিয়ে উত্তরপ্রদেশের লখিমপুরের খিরিতে যাওয়ার পথে লখনৌ থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে সীতাপুরে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করা হয়। ভারতের উত্তরপ্রদেশের পুলিশ তাকে আটক করে সীতাপুরের একটি গেস্ট হাউজে রাখে।

এক ভিডিওতে দেখা যায়, প্রিয়াঙ্কা গান্ধী একটি ঘরের মেঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, এটি আমার ঘর। আমি আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি।

কংগ্রেস নেত্রীর দলের এক সদস্য বলেছেন, তাকে যে ঘরে রাখা হয়েছিল, তা বেশ নোংরা আর অপরিচ্ছন্ন ছিল। তাই তিনি নিজেই ঘরটি পরিষ্কার করেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ