বুধবার , ৭ জুন ২০১৭ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

প্রিয়ঙ্কা, অনুষ্কার পরে এবার আলিয়ার নয়া পদক্ষেপ

Paris
জুন ৭, ২০১৭ ৪:২০ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: এখন আলিয়া ভট্ট বলিউডের সবচেয়ে চাহিদায় থাকা অভিনেত্রীদের অন্যতম। যে কোনও নির্মাতাই তাঁকে নিয়ে ছবি করতে পারলে বর্তে যান। কিন্তু আলিয়া নাকি নিজেই ছবি প্রযোজনার কথা ভাবছেন এবার!

প্রথম ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’এ আলিয়াকে দেখে অনেকেই ভেবেছিলেন, ঝলমলে চরিত্র ছাড়া বিশেষ সুবিধা করতে পারবেন না তিনি। নায়িকা অবশ্য পরের ছবি ‘হাইওয়ে’তেই সেই ভুলটা ভেঙে দিয়েছিলেন। বিভিন্ন সময় বরাবরই বলেছেন, বিষয় এবং চরিত্রের অভিনবত্ব তাঁকে রীতিমতো টানে। শোনা যাচ্ছে, আলিয়ার মাথায় নাকি এমন একাধিক ছবির কনসেপ্ট ঘুরছে, যেগুলো বাঁধা গতের চেয়ে একেবারেই আলাদা। ছবি প্রযোজনার ভাবনাটাও সেখান থেকেই— কারণ ‘আউট অফ দ্য বক্স’ ছবির পিছনে টাকা ঢালার সাহস অন্য প্রযোজকদের কতটা হবে, সে ব্যাপারে নিশ্চিত নন আলিয়া। তবে নিজের প্রযোজিত ছবিতে সব সময় তিনিই অভিনয় করবেন, এমন নয়। ভাল ছবি প্রযোজনা করাটাই লক্ষ্য আলিয়ার। সেখানে অন্য কেউও অভিনয় করতে পারেন।

বলিউড অভিনেত্রীদের ছবি প্রযোজনা করাটা অবশ্য নতুন কোনও ট্রেন্ড নয়। জুহি চাওলা থেকে প্রীতি জিন্টা, অনেকেই নাম লিখিয়েছেন এই তালিকায়। সম্প্রতি পর পর প্রযোজনায় এসেছেন প্রিয়ঙ্কা চোপড়া এবং অনুষ্কা শর্মা। প্রিয়ঙ্কার ‘পার্পল পেব্‌ল পিকচার্স’ বেশি জোর দিয়েছে আঞ্চলিক ছবির উপরে। তাদের প্রযোজিত ‘ভেন্টিলেটর’ বিপুল প্রশংসার পাশাপাশি জিতে নিয়েছে জাতীয় পুরস্কার। অনুষ্কার ‘ক্লিন স্লেট ফিল্মস’ প্রযোজিত ‘এনএইচ টেন’ এবং ‘ফিলৌরি’, দুই ছবিই দর্শক-সমালোচক মহলে সমাদৃত। তৃতীয় ছবি ‘পরি’তে তাঁর বিপরীতে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আলিয়াও এঁদের পদাঙ্ক অনুসরণ করছেন এবার। দর্শকের আশা রইল!

সর্বশেষ - বিনোদন