প্রিমিয়ার লিগ মাঠে ফেরার দিনক্ষণ চূড়ান্ত

করোনাভাইরাসের কারণে প্রায় তিন মাস বিরতির পর অবশেষে মাঠে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল। আগামী ১৭ জুন থেকে পুনরায় শুরু হবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অন্যতম শীর্ষ আসরটি। প্রাথমিকভাবে তিন রাউন্ডের সূচি ঘোষণা করেছে আয়োজকরা।

ইপিএল মাঠে ফিরবে অ্যাস্টন ভিলা ও শেফিল্ড শিল্ডের মধ্যকার ম্যাচ দিয়ে। অ্যাস্টনের ঘরের মাঠ ভিলা পার্কে ১৭ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। স্বাভাবিকভাবেই রুদ্ধদ্বার স্টেডিয়ামে দর্শকশূন্য গ্যালারিতে হবে ম্যাচগুলো।

প্রথম দিনেই অবশ্য রয়েছে একটি বিগ ম্যাচ। নিজেদের ঘরের মাঠ ইতিহাস স্টেডিয়ামে আর্সেনালকে স্বাগত জানাবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ১৭ জুন দিবাগত রাত সোয়া ১টায় মাঠে গড়াবে এই ম্যাচটি।

অন্যান্য বড় দলগুলোর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড মাঠে ফিরবে ১৯ জুন দিবাগত রাত সোয়া ১টার ম্যাচে। তারা খেলতে নামবে আরেক জায়ান্ট টটেনহ্যাম হটস্পারসের বিপক্ষে। চেলসির ম্যাচ হবে ২১ জুন রাত সোয়া ৯টায়, প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা।

চেলসির ম্যাচের পরই নিজেদের দ্বিতীয় যাত্রা শুরু করবে এবারের শিরোপা প্রত্যাশী দল লিভারপুল। ২১ জুন দিবাগত রাত ১২টায় এভারটনের মাঠে খেলতে নামবে অলরেডরা। মৌসুমের বাকি নয় ম্যাচে মাত্র ৬ ছয় পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে লিভারপুলের।

করোনার কারণে লিগ বন্ধ হওয়ার আগে ২৯ ম্যাচে ২৭ জয় ও ১ ড্রতে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লিভারপুল। দ্বিতীয় স্থানে ম্যান সিটির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ২৫, সিটিজেনদের ঝুলিতে রয়েছে ৫৭ পয়েন্ট।

 

সুত্রঃ জাগো নিউজ