প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে রোবট ব্যবহার করছে চেন্নাই পুলিশ

সংক্রমণ রোধে ভারতের প্রথম সারিতে রয়েছে চেন্নাই। দক্ষিণের এই শহরে রয়েছে প্রচুর কনটেনমেন্ট জোন। সুরক্ষিতভাবে কনটেনমেন্ট জোনে নজরদারি নতুন উপায় হিসেবে চেন্নাই পুলিশ ব্যবহার করছে রোবট।

ফলে কনটেনমেন্ট জোন থেকে দূরে থেকেও সঠিক এলাকায় নজরদারি চালানো সম্ভব হচ্ছে। রিমোট কন্ট্রোলের মাধ্যমে এক কিলোমিটার দূর থেকে এই রোবট নিয়ন্ত্রণ করা সম্ভব।

নজরদারি ছাড়াও স্থানীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ স্থাপনে সাহায্য করছে এই রোবট। সংক্রমণের এলাকা থেকে অনেকটা দূরে থেকেও এই কাজ করতে পারবে পুলিশ। ফলে সংক্রমণের আশঙ্কা কমছে।

এই রোবটে নজরদারির জন্য একটি ক্যামেরা রয়েছে। আর কথোপকথনের জন্য রয়েছে টু-ওয়ে ইন্টারকম। ফলে কোনো ঘোষণা করার প্রয়োজন হলে রোবটের মাধ্যমেই তা করা যাচ্ছে। ব্যারিকেডের বাইরে থেকেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে সংক্রমিত এলাকায় রোবটের মাধ্যমে করছে চেন্নাই পুলিশ।

শহরের বিভিন্ন সংস্থার সঙ্গে হাত মিলিয়ে মাত্র এক সপ্তাহে এই রোবট তৈরি করেছে চেন্নাই পুলিশ, যা এই কঠিন সময়ে পুলিশ কর্মীদের সুরক্ষিতভাবে আইন রক্ষা করতে সাহায্য করছে।

 

সুত্রঃ যুগান্তর