‘প্রাচীনতম’ মাংসখেকো ডাইনোসর ছিল মুরগির সমান!

ডাইনোসরের কথা মনে হলেই মাথায় আসে বিশালাকার একটি ভয়ংকর প্রাণীর চেহারা। তবে বিজ্ঞানীরা এমন একটি মাংসখেকো ডাইনোসরের সন্ধান পেয়েছেন যা বিলুপ্ত এই প্রাণী সম্পর্কে যে ভীতিকর ধারণা প্রচলিত আছে তা বদলে দেবে।

বিজ্ঞানীরা সম্প্রতি যুক্তরাজ্যের সবচেয়ে প্রাচীন মাংসখেকো ডাইনোসরের সন্ধান পেয়েছে। ওই ডাইনোসর ভয়ংকর টি রেক্সের সমগোত্রীয়। তবে তারা মোটেও টি রেক্সের মতো ভয়ংকর ছিল না। মজার ব্যাপার হলো মাংসখেকো ওই ডাইনোসর আকারে ছিল মুরগির সমান।

তবে সে সময় ওই ডাইনোসরের প্রতিপত্তি ছিল কী না সে ব্যাপারে বিজ্ঞানীরা নিশ্চিত নন। ওই প্রজাতির ডাইনোসর টি রেক্সের মতোই মাংসখেকো ছিল বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

যুক্তরাজ্যের দক্ষিণ ওয়েলসে ওই ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পেয়েছে বিজ্ঞানীরা। ওই ডাইনোসরের নামকরণ করা হয়েছে পেনড্রেগ মিলেনেরা- পেন্ড্রাইগ।

ট্রায়াসিক যুগের শেষের দিকের ওই জীবাশ্মটি ১৯৫০ এর দশকে দক্ষিণ ওয়েলসের প্যান্টিফিননে পাওয়া গিয়েছিল।

 

সূত্রঃ যুগান্তর