প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধে নাটোরে ১২হাজার তালগাছ রোপন কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক,নাটোর:
প্রাকৃতিক দূর্যোগ ‘বজ্রপাত’ প্রতিরোধে নাটোরে ১২হাজার তালগাছ রোপন কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে। নাটোর সদর উপজেলা পরিষদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তালগাছ রোপন কর্মসূচীর উদ্ধোধন করেন, জেলা প্রশাসক শাহিনা খাতুন।

এসময় অতিরিক্তি জেলা ম্যাজিষ্ট্রেট রাজ্জাকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুজ্জামান ভুইয়া, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্রলেখা নাজনিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু সহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।

এরআগে তালগাছ রোপন কর্মসূচী উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ বর্জ্রপাতে প্রতিবছর অনেক মানুষের প্রাণহানী ঘটছে। এই দুর্যোগ প্রতিরোধের জন্য তালগাছ রোপনের বিকল্প নেই। তালগাছ রোপনের মাধ্যমে কিছুটা হলেও এই ধরনের দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব হবে।কর্মসূচিতে উপজেলার চারটি স্কুলের অন্তত সাড়ে ৫০০ শিক্ষার্থী অংশগ্রহন করেন।
স/শ