বুলুসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর খিলগাঁও থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় বিএনপি নেতা বরকতউল্লাহ বুলুসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। একইসঙ্গে বিচারক আগামী ২৬ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানাসংক্রান্ত তামিল প্রতিবেদনের জন্য দিন ধার্য করেছেন।
পরোয়ানা জারি করা উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস , প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল, সেলিমা রহমান, শিরিন সুলতানা, বরকত উল্লাহ বুলু, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, লতিফ কমিশনার, কাইয়ুম কমিশনার, সরাফত আলী সফু প্রমুখ।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল জানান, মামলায় ২৪ জন আসামি। এদের মধ্যে ১২ জন মামলার শুরু থেকেই পলাতক। অন্য পাঁচজন জামিনে থেকেও আদালতে হাজির হননি। আদালত এই ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারিতে বিএনপির ডাকা হরতাল-অবরোধে খিলগাঁও থানা এলাকায় ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

সূত্র:রাইজিংবিডি