প্রধান কোচ হিসেবে থাকছেন ডমিঙ্গোই

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে থাকছেন রাসেল ডমিঙ্গোই। প্রধান কোচ হিসেবে বিকল্প কারো নাম না থাকায় আপাতত ডমিঙ্গোকেই বহাল রাখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এমনটিই জানিয়েছেন।

গণমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘আমাদের হাতে এখন হেড কোচ নেই। জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়ে এসেছি। এই মাসের শেষে বা ফেব্রুয়ারির শুরুতে চলে আসবে। কয়েকদিন আগে মাননীয় সভাপতিও বলেছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে; সামনে যেহেতু আমাদের হাতে কোনো কোচ নেই এবং হেড কোচকে একটা চুক্তির আওতায় এনেছি, আমরা তাকে নিয়েই চালিয়ে যাব।’

তিনি আরো বলেন, ‘এখন ব্যাক টু ব্যাক খেলা। নিউজিল্যান্ড সিরিজ শেষে বিপিএল, এরপর আফগানিস্তান সিরিজ। এরপর চলে যাবে দক্ষিণ আফ্রিকা। তাই এখন ডমিঙ্গো বহাল থাকছেন। তবে আমাদের মাথায় পুরো কোচিং প্যানেল নিয়ে চিন্তা আছে। গিবসন চলে গেল, সিডন্স আসবে, আমাদের ঢালাওভাবে সাজাতে হবে।’

 

সূত্রঃ কালের কণ্ঠ