প্রধানমন্ত্রী-জয়ের বক্তব্যে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে প্রভাব ফেলবে না

সিল্কসিটি নিউজ ডেস্ক :
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, গত সোমবার জাতীয় সংসদের অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমেরিকা চাইলে যেকোনো দেশের ক্ষমতা উল্টে দিতে পারে। তারও দুদিন আগে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে ‘ভণ্ডদের আখড়া’ বলে মন্তব্য করেন।

এদিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বাহিনীর সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তোলা নিয়ে ল’ ফার্ম নিয়োগের অগ্রগতির বিষয়ে মুখপাত্র বলেন, নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলমান রয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা প্রত্যাশা করি যে রাষ্ট্র এ নিষেধাজ্ঞাটা দিয়েছে, তারা প্রসেসটাকে দ্রুত এক্সোডাউস করবে এবং আমরা খুব দ্রুত একটা সিদ্ধান্ত পাব। ল ফার্ম নিয়োগের বিষয়ে মন্ত্রণালয় এবং মার্কিন দূতাবাস কাজ করছে।