প্রধানমন্ত্রী ও মোদিকে নিয়ে বিকৃত ছবি, অফিস সহকারী গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অফিস সহকারী আহমদ উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আজ শুক্রবার বিকেল পৌনে ৪টায় রাঙামাটি শহরের মহিলা কলেজ সড়কের নিজ বাসভবন থেকে আহমদ উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে তাঁর বিরুদ্ধে আজই রাঙামাটির কোতোয়ালি থানায় একটি মামলা করেন জেলা যুবলীগের নেতা ঝিনুক ত্রিপুরা।

 

অভিযোগ জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করা একটি ছবি গতকাল বৃহস্পতিবার নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকৌশল শাখার অফিস সহকারী আহমদ উল্লাহ। এর পরই ওই শেয়ার করা পোস্ট কপি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফেসবুকে সরব হন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতারা।

 

আজ রাঙামাটির কোতোয়ালি থানায় একটি মামলা করেন যুবলীগের নেতা ঝিনুক ত্রিপুরা। এর পরই আহমদ উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।

 

গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশীদ।

সূত্র: এনটিভি