রবিবার , ৪ ফেব্রুয়ারি ২০১৮ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশ সেরার পুরুস্কার গ্রহণ করলো রাজশাহী কলেজ

Paris
ফেব্রুয়ারি ৪, ২০১৮ ৭:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
দ্বিতীয় বারের মত জাতীয় পর্যায়ে ও সকল সরকারি কলেজ সমূহের মধ্যে রাজশাহী কলেজ র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জনের সনদ ও পুরস্কার গ্রহণ করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান।রোববার সকাল ১০টায় ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত শিক্ষা সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১১টি ভবন, প্রকল্প ও স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কলেজ র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জনকারী কলেজের অধ্যক্ষদের হাতে সম্মাননা স্মারক, পুরস্কারের চেক এবং বঙ্গবন্ধুর লেখা দুটি বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ তুলে দেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন বিশেষ অতিথির বক্তৃতা দেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশীদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

রাজশাহী কলেজ ছাড়াও জাতীয় পর্যায়ে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় হয়েছে সরকারি এডওয়ার্ড কলেজ, (পাবনা), তৃতীয়-কারমাইকেল কলেজ (রংপুর), চতুর্থ-সরকারি ব্রজমোহন কলেজ (বরিশাল) এবং পঞ্চম-সরকারি আজিজুল হক কলেজ (বগুড়া)।

এ ছাড়াও সিদ্ধেশ্বরী মহিলা কলেজ (ঢাকা) জাতীয় পর্যায়ে সেরা মহিলা কলেজ এবং ঢাকা কমার্স কলেজ জাতীয় পর্যায়ে সেরা বেসরকারি কলেজের পুরুস্কার লাভ করে।
স/শ

সর্বশেষ - শিক্ষা