প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পলিটেকনিক শিক্ষক-শিক্ষার্থীদের শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক:

উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়ে) শীর্ষক প্রকল্পটি একনেক সভায় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে।

আজ রোববার (২৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে রাজশাহী জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আরিফুল হকের কাছে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর কৃতজ্ঞতা কপি তুলে দেওয়া হয়।

এর আগে সাড়ে ১১টার দিকে রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সামনে থেকে আনেন্দশোভা যাত্রার আয়োজন করা হয়। আনেন্দশোভা যাত্রার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষ ওমর ফারুক, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষ প্রকৌ. ফরিদ উদ্দীন আহম্মেদ, জাতীয় বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি মহাবিদ্যালয়, বাংলাদেশ পলিটেকনিক, আদর্শ করিগরি ও বাণিজ্যিক কলেজ, বরেন্দ্র টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, সুকস টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, সিটি কম্পিউটার সায়েন্স টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, কমার্স কলেজ, শহীদ মিনার টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, শাহমদুম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, রাজশাহী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, হাজীয়ান আফরোজা বেগম ব্যানিজ্যিক কলেজ, গ্রীন গার্ডেন টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

স/আ