প্রধানমন্ত্রীকে দেখে দেশের মানুষ কী শিখবে, প্রশ্ন রিজভীর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা শুনলে গণতন্ত্র তো দূরের কথা, দেশে কোনও ভদ্রলোক থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

 

রবিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কল্যাণ পার্টির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন,‘আপনাকে দেখে মানুষ কী শিখবে? বিরোধী দলের নেত্রীকে উদ্দেশ্য করে অসভ্য,ছোট লোক ইত্যাদি কথা বলছেন। আমরা শুনে বিস্মিত হয়েছি। আমরা কোন দেশে বসবাস করছি? একজন রাষ্ট্রের প্রধানের মুখ থেকে অশ্রাব্য,কুশ্রী, আজেবাজে,নোংরা কথা বের হচ্ছে। গণতন্ত্র দূরে থাক, একজন ভদ্রলোকের পক্ষেও এদেশে বসবাস করা মুশকিল।’

 
রিজভী আরও বলেন,‘আপনি (প্রধানমন্ত্রী) যখন বক্তব্য রাখেন আপনার চোখের মধ্যে,মুখের মধ্যে মৃদুমন্দ ভাব ফুটিয়ে তোলেন জনগণের জন্য। আপনার এ ভাব তো মানুষ জানে। এই ভাবের ভিতরে কি কুটিল চক্রান্ত লুকিয়ে থাকে এ দেশের মানুষ তা-ও জানে।’

 
প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সমালোচনা করে তিনি বলেন,‘আপনার ছেলে (জয়) যখন মায়ের বয়সী বিরোধী দলীয় নেত্রীকে তুই বলে সম্বোধন করেন,এদেশের মানুষ তাকে কি বলবে? যার বাবা একজন বিশিষ্ট ব্যক্তি। এই অসভ্যতা তিনি কার কাছ থেকে শিখলেন,এটা যদি আপনার সাংবাদিকদের দিয়ে প্রশ্ন করে উত্তর দিতেন তবে সবাই জানতেন।’

 
আবারও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে রিজভী বলেন,‘জাতীয় নির্বাচন দিয়েই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। অথচ তা আপনি বন্ধ করে দিয়েছেন। সংবিধান পরিবর্তন করে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করেছেন। নিজেকে সম্রাজ্ঞীতে পরিণত করেছেন। প্রধানমন্ত্রীর উপর কারও কথা বলা যাবে না। তাহলে আপনার অধীনে নির্বাচন শান্তিপূর্ণ,নিরপেক্ষ কিভাবে হবে। আপনার অধীনে নির্বাচনে চতুষ্পদ প্রাণী ছাড়া আর কেউ যেতে পারবে না।’

 
জিয়ার কবর সরানোর উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন। এ যুদ্ধ শুরু হলে আপনার পুলিশ,র্যা ব দিয়েও আটকাতে পারবেন না।’
কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের (বীর প্রতীক) সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান,গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ড.জাফরুল্লাহ চৌধুরী,স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ,কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য কাহির মাহমুদ প্রমুখ।

সূত্র: বাংলা ট্রিবিউন