বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

প্রথম ২৪ ঘণ্টায়ই ‘লস্ট আর্ক’-এর বাজিমাত

Paris
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ১১:২৪ পূর্বাহ্ণ

‘ম্যাসিভ মাল্টিপ্লেয়ার অনলাইন (এমএমও)’ ঘরানার গেম ‘লস্ট আর্ক’ ‘স্টিম’ প্ল্যাটফরমে অভিষেকের প্রথম ঘণ্টায়ই বাজিমাত করেছে। খেলার ধরন বিবেচনায় জনপ্রিয় এমএমও গেম ‘ডিয়াবলো’র সঙ্গে মিল রয়েছে এর। গেমটি স্টিম প্ল্যাটফরমে এনেছে অ্যামাজন গেমস।

প্রথম ২৪ ঘণ্টায়ই ১০ লাখের বেশি গেমার একযোগে গেমটি খেলে একই সময়ে একই গেমে সবচেয়ে বেশি গেমারের অংশগ্রহণের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে গেমটি। তালিকায় শীর্ষে থাকা ‘কাউন্টার-স্ট্রাইক: গ্লোবাল অফেনসিভ’ এবং ‘ডোটা ২’-এর মতো জনপ্রিয় গেমগুলোর রেকর্ড ভেঙে দিয়ে স্টিমের ইতিহাসে বিরল ঘটনার জন্ম দিয়েছে ‘লস্ট আর্ক’।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, ‘লস্ট আর্ক’ পশ্চিমা বাজারে আনতে গেমটির দক্ষিণ কোরিয়ান নির্মাতা প্রতিষ্ঠান স্মাইলগেট-এর সঙ্গে জোট বেঁধেছিল অ্যামাজন গেমস।

ভার্জের প্রতিবেদন বলছে, এ মুহূর্তে ‘লস্টা আর্ক’-এর জনপ্রিয়তা এতটাই বেশি যে, গেমারদের চাপে সার্ভার জটিলতা দেখা দিয়েছিল। গেমটি খেলার জন্য অপেক্ষমানদের তালিকাও ছিল বড়। ‘স্টিমডিবি’ বলছে একযোগে ‘লস্ট আর্ক’ খেলার চেষ্টা করেছেন ১৩ লাখ ১১ হাজার ৮৪২ জন গেমার। সে তুলনায় স্টিমে একযোগে ‘সিএস:গো’ খেলার চেষ্টা করেছেন সর্বোচ্চ ১৩ লাখ আট হাজার ৯৬৩ জন গেমার। আর ‘ডোটা ২’-এর রেকর্ড ১২ লাখ ৯৫ হাজার ১১৪ জন গেমারের। সব মিলিয়ে স্টিম প্ল্যাটফরমে ‘লস্ট আর্ক’-এর চেয়ে এগিয়ে আছে কেবল একটি গেম, ‘প্লেয়ার আননোনস ব্যাটলগ্রাউন্ড’ তথা পাবজি। তবে, পাবজির রেকর্ড ভাঙতে ‘লস্ট আর্ক’কে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। স্টিম প্ল্যাটফরমে একই সময়ে একযোগে ৩২ লাখ ৫৭ হাজার ২৪৮ জন গেমারের রেকর্ড রয়েছে পাবজির।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - বিনোদন