প্রথম দল হিসেবে বাংলাদেশের ‘সেঞ্চুরি’

ঘরের মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠেছে বাংলাদেশ দল।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবে চলমান সুপার লিগে এখন পর্যন্ত ১০ বা এর বেশি ম্যাচ খেলে ফেলেছে ৮টি দল। অর্থাৎ ৮ দলের সামনে সুযোগ ছিল ১০০ পয়েন্ট অর্জনের। কিন্তু তারা কেউই পারেনি একশ পয়েন্টের ঘরে পা রাখতে, যা আজ শুক্রবার করে দেখাল বাংলাদেশ দল।

এখন পর্যন্ত খেলা ১৪ ম্যাচের মধ্যে ১০টিতেই জিতেছে তামিম ইকবালের দল। ফলে পূরণ হয়েছে পয়েন্টের সেঞ্চুরি। কাছাকাছি থাকা ইংল্যান্ডের ঝুলিতে রয়েছে ৯৫ পয়েন্ট।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বড় টার্গেটে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। ওপেনার রহমত শাহ হাল ধরলেও, আরেক ওপেনার রিয়াজ হাসান ১ রানে রানআউট হয়ে ফেরেন সাজঘরে। ক্যাপ্টেন হাশমাতুল্লাহ শাহিদীকে ফেরান শরীফুল। মিডল অর্ডারে খেলতে নামা আজমাতুল্লাহ ওমরজাই সাজঘরে ফেরেন সাকিবের শিকার হয়ে।

রহমতকে সাথে নিয়ে হাল ধরেন নাজিবুল্লাহ জাদরান। কিন্তু ৮৯ রানের জুটি ভাঙেন তাসকিন। ২৪ তম ওভারে বল করতে এসে প্রথম বলেই ৫২ রানে রহমতকে ফেরান তাসকিন। এরপর মোহাম্মদ নাবীকে সাথে করে হাল ধরার চেষ্টা করেন নাজিবুল্লাহ। তবে ২৮ তম ওভারের শুরুতেই ফের তাসকিনের আক্রমণ। ৫৪ রানে সাজঘরে ফিরেছন নাজিবুল্লাহ।  রাহমতুল্লাহ গুরবাজকেও ফিরিয়েছেন সাকিব আল হাসান।
মোহাম্মদ নবী আর রশিদ খান মিলে প্রতিরোধের চেষ্টা করলেও ২১৮ রানের বেশি করতে দেয়নি টাইগাররা। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান আর তাসকিন আহমেদ নিয়েছেন দুইটি করে উইকেট। মোস্তাফিজ, শরীফুল, মাহমুদউল্লাহ রিয়াদ আর আফিফ নিয়েছেন একটি করে উইকেট।

এদিকে টস জিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৩০৭ রানের টার্গেট দেয় স্বাগতিক বাংলাদেশ। ৪ ইউকেট হারিয়ে ৫০ ওভারে ৩০৬ রান করতে পেরেছে টাইগাররা।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন