প্রথম তিন টেস্টেই জয় অধিনায়ক রাহানের!

আগের ম্যাচেই ৩৬ রানে অল-আউট হওয়া দলকে ৮ উইকেটের বড় জয় এনে দেওয়ার রূপকথা লিখেছেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। মেলবোর্নে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে টেস্টে প্রথম ৩ ম্যাচে অধিনায়ক হিসেবে জয়ের রেকর্ড গড়েছেন আজিঙ্কা রাহানে। যে রেকর্ড এর আগে ছিল শুধু মহেন্দ্র সিং ধোনির।

২০০৮ সালে অনিল কুম্বলের পর টেস্টে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন ধোনি। প্রথম ৪ ম্যাচেই তার নেতৃত্বে জিতেছিল ভারত। দ্বিতীয় অধিনায়ক হিসেবে টেস্টে প্রথম ৩ ম্যাচে পেলেন রাহানে। সিরিজের তৃতীয় টেস্টে জিততে পারলেই তিনি ছুঁয়ে ফেলবেন ধোনিকে। সেই সঙ্গে আরও এক অনন্য রেকর্ড যোগ হয়েছে রাহানের নামের পাশে।

বক্সিং ডে টেস্টে ম্যাচের সেরার পুরস্কার হিসেবে রাহানে জিতেছেন মুলঘ মেডেল শিরোপা। আগেই এই সম্মান দেওয়ার কথা ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। ১৮৬৮ সালে অস্ট্রেলিয়ার প্রথম আদিবাসী ক্রিকেটার হিসেবে খেলেছিলেন জনি মুলঘ মেডেল। তাকে সম্মান জানিয়ে বক্সিং ডে টেস্টের সেরার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রাহানেই প্রথম ক্রিকেটার যিনি এই সম্মান পেলেন।

 

সুত্রঃ কালের কণ্ঠ