প্রথম আলোচনায় তুরস্ককে যে আর্জি জানাল তালেবান

প্রথমবারের মতো তালেবানের সাথে আলোচনায় হয়েছে তুরস্কের। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জানা গেছে, আফগানিস্তানের এই বৈঠকে কাবুল বিমানবন্দরের বিষয়টি আলোচনায় সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। খবর আল-জাজিরার।

আলোচনার বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আফগানিস্তানের কাবুল বিমানবন্দর পরিচালনার বিষয়ে অনুরোধ করেছে তালেবান কর্তৃপক্ষ। তালেবান কর্তৃপক্ষ বলেছে যে তারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করবে আর আমরা তা পরিচালনা করব। কিন্তু, আমরা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। কারণ, এ দেশটিতে সব সময় মৃত্যু ও অন্যান্য নিরাপত্তা ঝুঁকি আছে।

তিনি আরও বলেন, তালেবানের সাথে প্রথমবারের এ আলোচনা তিন থেকে পাঁচ ঘণ্টা স্থায়ী ছিল। যদি প্রয়োজন পড়ে তাহলে আবারো আমরা তালেবানের সাথে আলোচনা করব।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন