প্রথমবারের মতো এশিয়ায় শীতকালীন যুব অলিম্পিক গেমস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

২০১২ সাল থেকে নিয়মিত হচ্ছে শীতকালীন যুব অলিম্পিক গেমস। এই গেমসের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ার কোনো দেশ আয়োজক হওয়ার সুযোগ পেয়েছে। ২০২৪ শীতকালীন যুব অলিম্পিক গেমস দক্ষিণ কোরিয়ার গ্যাংওন প্রদেশে অনুষ্ঠিত হবে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) এমনটাই ঘোষণা দিয়েছে।

২০১৮ সালের শীতকালীন অলিম্পিক গেমস দক্ষিণ কোরিয়ার গ্যাংওন প্রদেশের পেয়ংচ্যাং শহরে অনুষ্ঠিত হয়েছিল। এই শহরের অনেক কিছুই আসন্ন ২০২৪ শীতকালিন যুব অলিম্পিক গেমসে ব্যবহৃত হবে। পেয়ংচ্যাং শহরে মাউন্টটেন স্পোর্টস আর গ্যাংনেয়াং শহরে আইস স্পোর্টস ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে গ্যাংওন প্রদেশটিতে শীতকালীন যেকোনও ক্রীড়া ইভেন্ট আয়োজনের সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে।

এছাড়া ২০৩০, ২০৩৪, ২০৩৮ সালের শীতকালীন অলিম্পিক গেমসের জন্য যথাক্রমে বার্সেলোনা, সল্টলেক ও সাপোরো আগ্রহ দেখিয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ভবিষ্যত আয়োজক কমিশনের চেয়ারম্যান অক্টাভিয়ান মোরারিউ এমনটাই জানিয়েছেন।

৯ জানুয়ারি থেকে সুইজারল্যান্ডের লাউসানেতে অনুষ্ঠিত হচ্ছে ২০২০ শীতকালীন যুব অলিম্পিক গেমস। সেখানেই উপরোক্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়।