চারদিনের টেস্টকে ‘ননসেন্স’ বললেন শাস্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চার দিনের টেস্টের পরিকল্পনায় আইসিসি। তবে বেশির ভাগ প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারই এই প্রস্তাবের বিরুদ্ধে কথা বলেছেন। সম্প্রতি সেই তালিকায় নাম লেখালেন ভারতের কোচ রবী শাস্ত্রী। তিনি চারদিনের টেস্টকে ‘ননসেন্স’ বলে উড়িয়ে দিয়েছেন।

শাস্ত্রী বলেছেন, ‘চারদিনের টেস্ট ‘ননসেন্স’। এভাবে যদি চলতে থাকে তাহলে একদিন হয়তো আমাদের সীমিত ওভারের টেস্ট দেখতে হবে। পাঁচদিনের টেস্টকে ঘষামাজা করার কোনো প্রয়োজন নেই। যদি তারা ঘষামাজা করতেই চায় তাহলে এটা জিনিস করতে পারে। সেটা হল র‌্যাঙ্কিংয়ে সেরা ছয় দল কেবল পাঁচদিনের টেস্ট খেলবে। বাকিরা খেলবে চারদিনের টেস্ট। যদি আপনি টেস্টকে জনপ্রিয় করতে চান তাহলে শীর্ষ ছয় দলের মধ্যে বেশি বেশি টেস্ট আয়োজন করুন। তাহলে মানুষ সেটা দেখবে। ক্রিকেটকে জনপ্রিয় করতে তো সংক্ষিপ্ত ফরম্যাট আছেই।’