প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় আদিবাসী প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় এক যুবককে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে পঞ্চাশটি বেত্রাঘাত করা হয়েছে। ধর্ষণের ঘটনায় ডাকা সালিসে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সালিসকারীরা যুবককে এই দ- দেন।

স্থানীয়রা জানান, গত ১৯ নভেম্বর সন্ধ্যায় বাড়িতে একা পেয়ে ওই প্রতিবন্ধীকে ধর্ষণ করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত তরুণকে দোষী সাব্যস্ত করেন গ্রামের প্রধানেরা। পরে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও ৫০টি বেত্রাঘাত করার নির্দেশ দেওয়া হয়। সালিসে তাৎক্ষণিকভাবে ওই তরুণকে বেত্রাঘাত করা হয় এবং টাকা পরিশোধের জন্য পনেরো দিন সময় দেয়া হয়।

সালিসের ব্যাপারে ভুক্তভোগীর বাবা বলেন, ‘আমি ঢাকায় চাকরি করি, তাই মামলায় জড়াতে চাইনি। তা ছাড়া গ্রামে বাস করে সমাজের সিদ্ধান্ত অমান্য করা আমার পক্ষে সম্ভব নয়। তাই সবকিছু মেনে নিয়েছি।’

জন বেসরার জানান, তাঁরা সবাই আদিবাসী। সামাজিক বিচার-সালিস করা তাঁদের দীর্ঘদিনের রীতি। তাই উভয় পক্ষের মধ্যে একটা সমঝোতা করা হয়েছে। অভিযোগকারীরা চাইলে আদালতের আশ্রয়ও নিতে পারে।

স/বি