প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার

প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে। এ কাজে সরকারের সহায়ক ভূমিকা পালন করছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)।

আজ বুধবার (১২ জানুয়ারি) এক অনুষ্ঠানে এ কথা বলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। রাজধানীর শহীদ ময়েজউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত এফপিএবির বার্ষিক কার্যক্রম পর্যালোচনা কর্মশালা তিনি উদ্বোধন করেন।

অনুষ্ঠিত এ সভায় এফপিএবির জাতীয় নির্বাহী পরিষদ, জাতীয় কাউন্সিলবৃন্দ, সব জেলা ও জাতীয় কার্যালয়ের কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

সভায় সভাপতিত্ব করেন এনইসি এফপিএবির সভাপতি মাসুদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এনইসি এফপিএবি-এর সহ-সভাপতি এডভোকেট ফাহমিদা জেবিন, এফপিএবি-এর কোষাধ্যক্ষ সৈয়দ মোর্শেদ হোসেন ও এফপিএবি-এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. সঞ্জীব আহমেদ।

 

সূত্রঃ কালের কণ্ঠ