মঙ্গলবার , ১৫ জানুয়ারি ২০১৯ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আহমদ শফীকে: নারী শ্রমিক নেতারা

নিউজ ডেস্ক
জানুয়ারি ১৫, ২০১৯ ৪:৩৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে দেয়া অবৈধ ফ‌তোয়ার প্রতিবাদ জানিয়েছেন নারী শ্রমিক নেতারা। এই ফতোয়ার প্রতিবাদে আহমদ শফীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন তারা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক নর-নারীর জন্য ফরজ। কিন্তু আল্লামা শফী নারীদের পড়াশোনা না করার ফতোয়া দিয়েছেন। এটা নিঃসন্দেহে হাদিসবিরোধী বক্তব্য।

তারা আরও বলেন, বাংলাদেশের সরকারদলীয় নেতা নারী, বিরোধী দলেও নারী নেতা আছেন। হাজার হাজার শ্রমিক-কর্মচারী নারী। নারীরা শিক্ষিত না হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এ অবস্থায় হেফাজতের আমির আহমদ শফী নারীদের পড়াশোনা না করার ফতোয়া দিয়েছেন। এটা নিঃসন্দেহে একটি দেশের উন্নয়নের ধারা ব্যাহত করার ফতোয়া। তাই, অনতিবিলম্বে আল্লামা শফীকে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

এসময় দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও খুনের বিচারেরও দাবি জানান নারী শ্রমিক নেতারা।

শ্রমিক নেত্রী লাভলী আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে শ্রমিক নেতা আবুল হো‌সেন ও বি‌ভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহীর খবর